শূন্যের উপর বানাইছে ঘর
কোন সে কারিগর
ও তার ঘরের ভেতর বসত করেও
পাইলাম না খবর!


ওরে-
নয় দরজার এমন বাসার
কয় দরজা যাওয়া আসার
কোন দরজা বন্ধ হলে-
ঘর ভাঙ্গিবার ডর।।


ওরে-
কারিগরের এমনই কাম
ঘরের ভেতর লেইখাছে নাম
দেখবা যদি খোঁজো তারে-
কলবের ভিতর।।