শুধু একটি পলকে
তোর রূপের ঝলকে মনে লেগেছে আগুন
বল না সহজ করে-
ভাবলে কি দোষ হবে তুই আমার ফাগুন।


আমি তোকে ভালোবেসে  মরতে রাজি
তোকে নিয়ে ইতিহাসও গড়তে রাজি
শুধু তোর জন্য যখন তখন
আমি হতে পারি খুন।।
বল না সহজ করে-
ভাবলে কি দোষ হবে তুই আমার ফাগুন।


আমি তোকে ভালোবেসে হারতে রাজি
তোকে নিয়ে পৃথিবীটাও ছাড়তে রাজি
শুধু তোর জন্য- আমার জীবন
যেন কাঁচা বাঁশে ঘুন।।
বল না সহজ করে-
ভাবলে কি দোষ হবে তুই আমার ফাগুন।


=====================
শ্রেণি : আধুনিক
রচনাকাল : ০৩ ফেব্রুয়ারি ২০২৪
লালমনিরহাট।