ষষ্ঠ ইন্দ্র নষ্ট আমার-
বোধের ঘরে খরা;
পারঘাটাতে বসে কাঁন্দি
আমি ঘাটের মরা,
দয়াল-
পার করে নাও ত্বরা।।


তুমি বিনে কেহ তো নাই
সবাই গেছে ছাড়ি-
যাদের জন্য এই জগতে
করছি কাড়াকাড়ি!
পূণ্য আমার হয়নি যোগার
পাপে জনম ভরা!
দয়াল-
পার করে নাও ত্বরা।।


সামনে ঘনায় ঘন আঁধার
আলোর দিশা নাই
পারের মাঝি তুমি দয়াল
তোমার কৃপা চাই!
নিঃশ্বাসে বিশ্বাসে তুমি-
দাও গো আমায় ধরা!
দয়াল-
পার করে নাও ত্বরা।।


--------------------
শ্রেণি : ভক্তিমুলক গান
রচনাকাল : ১০ অক্টোবর ২০১৭, লালমনিরহাট।