সেই যে চলে গেলে আর এলে না
না বলা গল্পটাও- বলে গেলে না
মায়াতে ছায়াতে- মনপাখিটা
পাখনা সে তো আর মেলে না।।


পথপানে চেয়ে থাকি একাকী-
তোমার পাবোনা আর দেখা কি?
ফুলেতে ভুলেতে- সবকিছু আজ
কোন হিসেব মিলে না।।


ফুল ফোটে ফুল ঝরে দেখি ঐ
দিন যায় দিন আসে- তুমি কই?
খেলাতে হেলাতে ভালোবেসেছো
তবে কি আমর ছিলে না।
==================
আধুনিক গান
২৫ অক্টোবর ২০২৩, লালমনিরহাট।