সেদিন আমি থাকবো না-
সবুজ শ্যামল তরুলতা
বলবেনা কেউ আমার কথা
পরম স্নেহে তাদের সোহাগ
এই শরীরে মাখবো না।।
এই যে নদী, ঝর্ণাধারা
সাগর পাহাড় রাতের তারা
আমার প্রিয় এই প্রকৃতি
গাইবেনা আর আমার গীতি
আমিও যে তাদের ছবি
এই দুচোখে আঁকবো না।।
ঐ যে আকাশ, মেঘের রাশি
পাখ-পাখালি, ফুলের হাসি
ঘাসের ডগায় শিশির ফোটা
প্রভাত কালের সূর্য ওঠা
খুকির ভালে পড়াতে টিপ
চাঁদকে কাছে ডাকবো না।।
=============
আধুনিক গান
০৮ সেপ্টেম্বর ২০২৩, লালমনিরহাট।