পারি না---
পারি না তোর বিরহ বইতে।
না পাই আমি কইতে কারো
না পাই রে নিজে সইতে।।


মনের দুঃখ মনে রাখি
শুধু যে তোর আশায় থাকি
আশা আমার হয়না পূরণ
না পারি কারো কইতে।।


আর কতকাল দিবি ফাঁকি
কত তোরে গোপন রাখি
আমার কেন হয়না মনণ
না পারি বেঁচে রইতে।।