পাখি (রে....)
উড়ে গেলি কোন সুদূরে-
দিয়ে আমায় ফাঁকি
বুঝলি না তুই, তোরে ছাড়া
ক্যামনে একা থাকি?
এখন কে আর ভালোবেসে-
করবে ডাকাডাকি (রে...)?


তোরে নিয়ে স্বপ্ন আশা
কতোই ছিল মনে-
দু’জন মিলে বাঁধবো বাসর
শাল-পিয়ালের বনে!
আমি আর তুই
তুই আর আমি
থাকবো মাখামাখি (রে...)!


উড়েই যদি যাবি পাখি-
মায়ার বাঁধন খুলে
বুকে কেন নিয়েছিলি-
যতন করে তুলে?
এখন তোর ঐ
স্মৃতির পাহাড়
কোথায় আমি রাখি (রে...) !!


১৫-০৪-২০২২ ইং, লালমনিরহাট।