মন!
পাইনা খুঁজে ঠিকানা তোর
যখন প্রয়োজন।
তবুও তুই আমার দেহের
অপার্থিব এক ধন।
আমি তোকে জানলাম নারে
তুই আমাকে জানিস
সুযোগ পেলেই আলো ছেড়ে
আঁধার পথে টানিস
আমি তো এক নিছক বান্দা
তুই আসল মহাজন!
লাল, নীল, কালা, সাদা, হলুদ
যখন বাহার যেই
রঙ মেখে তুই সাজতে পারিস
ইচ্ছে মতন সেই।
আমি যে তোর আজ্ঞা বাহক
পাহারা দেই সারাক্ষণ।
রচনা : ১১ ফেব্রুয়ারি ২০২২, লালমনিরহাট।