ওরে মানুষ যাত্রা কোথায়
কোন সে অচিনদেশ
দমে দমে জীবন চলে
দম ফুরলেই শেষ।


করছো তবু কতো বড়াই
বড় হবার আজব লড়াই
একটুখানি স্বার্থে ভীষণ-
ধরো রুদ্র বেশ।।


কী হবে রে এতই খেটে
কতটা আর ভরবে পেটে


যখন তুমি যাবে মরে
বিত্তিবেসাত রবে পরে
এক কাপড়ে অচিনদেশে
হবে নিরুদ্দেশ।।