ও ছমিরণ কাইনদোনা গো,
কাইন্দা হইবো কী!
চোখের জলে ভাগ্যটারে-
বদলান যাইবো নি?


বয়স যতোই হোকনা পাত্তর
গায়েঁর মাতাব্বর!
ছয় নাম্বার বিবি হইয়া-
যাইতাছো তার ঘর!
কয়টা দিন তো থাকবা সুখে,
ভালোবাসা লইয়া বুকে-
হইয়া স্বামীর সোহাগী!


তোমার বয়স হইলো কুড়ি
পাত্তরের আশি,
বিয়ার নামে ও ছমিরণ
পরতাছো ফাঁসি!
দুইদিন পরে হইবা রাঢ়ি
ফিরা আইবা বাপের বাড়ি
কপালে রাখছেন বিধি!


রচনাকাল : ০৯ ফেব্রুয়ারী ১৯৯৯, তাইচুং, তাইওয়ান।