পারতাম যদি ছাড়তাম চিঠি-
লেইখা তোমার কাছে;
তোমার দোয়ায় ছমিরণ হায় -
খুউব ভালো আছে !!


ইটের ভাটায় কাম সে করে,
সারাটা দিন ঘাম যে ঝড়ে!
অর্ধাহারে অনাহারে-
কোন মতন বাঁচে!


ভাংগা ঘরে শুইয়া থাকে
আসমানের চাঁন তারে ডাকে
আদোর কইরা সোহাগ কইরা
সাদা জোসনা যাচে!


রচনাকাল : ০৭ ফেব্রুয়ারী ১৯৯৯, তাইচুং, তাইওয়ান।