যখন তখন মনের ভিতর
উকি মারে তোমার মুখ;
কোথায় গেলা ও ছমিরণ
শূন্য কইরা আমার বুক?
কতো আশা ছিল মনে
বান্ধুম সুখের ঘর
তোমার সাথে মাখামাখি
করুম জীবনভর।
আমার আশায় ছাই ছিটাইয়া-
খুইজা নিলা নিজের সুখ!!
মনের আশা মনে রইলো
তুমি হইলা পর
জীবন গাংগে জাগলো আমার
দুঃখ নামের চর!
ভালোবাসা কাইড়া নিয়া-
দিয়া গেলা স্মৃতিটুক !!
রচনাকাল : ০৬ ফেব্রুয়ারী ১৯৯৯, তাইচুং, তাইওয়ান।