ও রঙ্গিলা মন...
হইলি না আপন
কতো তোরে করলাম যতন
তবু যে তুই ইচ্ছা মতন
ক্ষণে ক্ষণে বদলাস রে তোর রঙ!!
ধরতে চাইলে দিস না ধরা
থাকিস বা কোন দেশে
দূরে রাখতে চাইলে আবার
দাঁড়াস সামনে এসে
বুঝি না তোর প্রকৃত রূপ-
সেজে রইলাম সঙ।।
মানিস না তুই শাসন-বারণ
কিসের এতো জোর
দম ফুরাইলে রঙ-তামাশা
বন্ধ হইবো তোর।
সময় থাকতে সেরেনে রে
তোর কলবের জঙ ।।