হায়... হায়... হায়... হায়... হায়... হায়...
নন্দের জামাই বন্ধে আমায় খুন করিতে চায়,
সুযোগ পেলেই গুলি করে চোখের ইশারায়,
হবে কি উপায়? আমার হবে কি উপায়?
যখন তখন!
যখন তখন কাজের মাঝে গায় পিরিতের গান,
আঁচল ধরে অসময়ে কখনও দেয় টান,
বোঝে না সে- এমন কথা রটে যদি গাঁয়!
হবে কি উপায়? আমার হবে কি উপায়?
ঘর গিরস্তি!
ঘর গিরস্তি সামাল দিয়ে- সময় কোথায় পাই
তোর মত কি আমি নাকি ঘুরে ফিরে খাই
সারাটা দিন ব্যস্ত থেকে আমার সময় যায়!
হবে কি উপায়? আমার হবে কি উপায়?
# ০৩ ডিসেম্বর ২০২২, লালমনিরহাট।