নিদয় বন্ধুরে...বন্ধু কি আশা তোর মনে...
আমায় নিয়ে কি খেলা তুই
খেলিসরে গোপনে।।
আসবি বলে সেই যে গেলি
আসলি না তুই ফিরে
তোর বিরহে কেমন থাকি
ভাবিস না তুই কি রে?
কেঁদে আমার যায়রে বেলা
একা নিরজনে।।
জানলে পিরিত করতাম নারে
এমন দশা হবে।
সেই তো ভাল ছিলাম আমি
একা ছিলাম যবে।
এখন নয়ন জলে ভাসি
বন্ধু তোর কারণে।।
© ১৬ এপ্রিল ২০২২, লালমনিরহাট।