মাগো-
আমি যে তোর ছেলে
করছি শপথ যাবো না মা
তোরে একা ফেলে।


যতোই আসুক আঁধার মাগো
যতোই আসুক ঝড়;
জীবন বাজী রেখে-ই লড়াই
করবো নিরন্তর-
পাস না মা তুই ডর।
রক্ত দিয়ে তোর প্রদীপে-
রাখবো আলো জ্বেলে।।


তোর হাসিতেই হাসি মাগো-
কাঁদি তোরই দুখে;
তুই যে আমার অন্তরে মা
তুই যে আমার বুকে
চির কালের সুখে।
ধন্য হবে- আমার মরণ
তোর চরণে এলে।।


# ০৫ ডিসেম্বর ২০২১, লালমনিরহাট।।