কুহু কুহু কোকিল ডাকে উতল আমার মনে
মাঠে-ঘাটে ছুটে বেড়াই- তোমার দরশনে
বন্ধু তুমি কই? কই? কই?
যৌবনের এই ফাগুনবেলা ক্যামনে একা রই!!


চালের উপর জোড়া কইতর বাকুম বাকুম করে
আমার কইতর আমায় ছেড়ে থাকে কতই দূরে
বোঝে না সে এমন জ্বালা কেমন করে সই।।


হংস দেখি জোড়ায় জোড়ায় ভাসে পুকুর জলে
একাকিনীর আমার জীবন কেমন করে চলে
তোমায় পেতে তাইতো আমি পাগলিনী হই।।