কতোটুকু সুখি হতে পেরেছো তুমি
আমাকে দুঃখ দিয়ে
(নাকি) বিরহের অনলেই জ্বলছো প্রিয়ে-
অভিমান বুকে নিয়ে!!


আমি তো মানুষ কিছু ভুল হতেই পারে
ভালো যদি বেসেছিলে
ক্ষমা কেন করোনি তারে?
সে ভুলেই ভুল বুঝে
কেন দূরে গেলে হারিয়ে?


জীবন তো একটাই প্রেমও আসে একবার
সে জীবনে তুমি ছিলে-
স্বপ্ন ও সাধনা আমার
সেই প্রেম মরুপথে
কেন তুমি দিলে মিশিয়ে।।


# ২৬ জুন ১৯৯৮, তাইচুং, তাইওয়ান।