কী পরিচয় দিবো আমার
ভেবেই তো না পাই
এই যে মাটির দেহখানা
তারও মালিক সাঁই।।
প্রেম-পিড়িতে মাখামাখি
ভেতরে যে হাওয়ার পাখি
কখন জানি উড়াল দিবে
ও সে
কখন জানি উড়াল দিবে
ঠিক ঠিকানা নাই।।
তিনি চালান বলেই চলি
আমার আমার মুখে বলি
আসলে কী আমার মাঝে
আসলে কি আমার মাঝে-
আছে আমার ঠাঁই!!
( আমি খুজে বেড়াই সারাক্ষণ
মনের মাঝে কে সে জন
শহীদ বলে পাগল আমি
শহীদ বলে পাগল আমি
তারে খুঁজে না পাই।।)