কী আর হবে বলো অতীতের স্মৃতিগুলো-
বুকের পাঁজরে বেঁধে রেখে...
দু’জনার দুটিপথ আজ তো দুদিকেই গেছে বেঁকে।।


কোন দিন তুমি ফিরে আসবে না জানি এই আঙিনায়;
শিমুল পারুল যুথি হাসনাহেনা
তোমাকে যদি কাছে চায়।।
তুমি তো নেই সেই আগের মত সুখী হবে তোমায় দেখে।।


জীবনের ভুল গুলো ফুল হয়ে ফুটবে না কভু আর-
পরে থাক- হিসাবের লেনাদেনা
ঘিরে থাক শুধুই আঁধার।।
এ জীবনে পরাজয় মেনে নিয়েছি স্বপ্ন যাবো না আর এঁকে।।
-----------------------------------------------------
শ্রেণি : আধুনিক গান
রচনাকাল : ২২ জানুয়ারী ১৯৯৭, তাইচুং, তাইওয়ান।