জন্মে যাত্রা মরণ পথের-
রইলো কত বাকি
হিসাব নিকাশ না করে হও
স্বার্থে মাখামাখি
বিত্ত-বেসাত পড়ে রবে
উড়ে গেলে পাখি!
শ্রমে-ঘামে পুষছো যাদের
সবাই হবে পর
একলা ঘরে কেমন আছো
নেবে না খবর।
সংগের সাথী হবেনা কেউ
সবাই দিবে ফাঁকি!
কত জনরে বুকে লইয়া
করো প্রেমের চাষ
পাখি উড়লে সোনার দেহ
শুধু একটা লাশ।
বিদায় নিবে শূন্য হাতে-
জানিসরে মন তা কি?
==============
আধুনিক গান
রচনা : ২৪ অক্টোবর ২০২৩, লালমনিরহাট।