যদি আমার গাওয়া এই গান
তোমার মনের খাতায় লেখা হয়ে যায়-
ক্ষমা করে দিও আমায়।।


আমি তো চাই না তোমায় দুঃখ দিতে
বলিনি পুরনো স্মৃতি মনে একে নিতে।
বলিনি, বলবো না তবুও যদি ওগো
স্মৃতিরা তোমাকে কাঁদায়।।


এ আমার শেষ গান আর কোন দিন
গান গেয়ে করবো না তোমায় উদাসীন


আকাশের মত আমি একা হয়ে থাকবো
হৃদয়ের কথা যত হৃদয়েই রাখবো
তুলিনি, তুলবো না কোন অভিযোগ যদি
অভিমানে বুক ভরে যায়।।


# ১২ জুন ১৯৯৯, ঢাকা, বাংলাদেশ।