জীবনের পথ
রয়েছে কতটা বাকি-
যতই মনে হিসাব কষে রাখি
সবটা ফাঁকি!
সবটা ফাঁকি!


কখন পাখি যাবে উড়ে
কোন ঠিকানায় কত দূরে
তা জানি না, স্বার্থ-লোভে
হচ্ছি মাখামাখি-
আমি হচ্ছি মাখামাখি!!


দুদিন আগে যারা ছিল-
কোথায় তারা চলে গেল?


অইপারে কি আছে রাখা
কোন ঠিকানায় হবে থাকা
জানি না কে করবে দয়া
বন্ধ হলে আঁখি-
আমার বন্ধ হলে আঁখি।।