জীবনের গল্পটা পথ হারালো-
নিরাশার কুয়াশায় ঢেকে
তুমি চলে গেছো আজ বহুদূর
বেদনার স্মৃতিটুকু রেখে।।
কিছুই তো দিতে পারনি আমায়
আখিজল ছাড়া, উপহার
বেদনার বালুচরে বাধি খেলাঘর
এই তো নিয়তি আমার।
মন মানে না তবু তোমাকে খুঁজি
অশ্রুজলে ছবি এঁকে।।
নাইবা পেলাম তোমায় এই জনমে
আবার জনম লয়ে এসে-
মেটাতে পারি যেন মন-বাসনা
তোমাকেই শুধু ভালোবেসে।
মন মানে না তবু সে পথই খুঁজি
যে পথ আঁধারে গেছে ঢেকে।।