জাত জাত করে উঠলি জাতে
জাত নিয়ে তুই কোথায় যাস
উড়ে গেলে- পরাণ পাখি
জাত হবে তোর শুধু লাশ।।
জাতের বড়াই করে করে
পুষলি বিভেদ ঐ অন্তরে
থাকতে জীবন করলি নারে
একটু মানবতার চাষ।।
কোরান বাইবেল গীতাতে ভাই
জাতের কথা কোথাও যে নাই।
জীবন মরণ যাহার হাতে
ভাগ করেনি জাতে পাতে
শহীদ বলে- ওরে অবোধ
তুই কেনরে জাত দেখাস?