জাত দেখে যে পীড়িত করে...
সে পীড়িতি জানে নারে জানে না
পীড়িতি জাতিকুল মানে না।


ওরে...
জলের বুকে পানা ভাসে
এক অন্যরে ভালোবাসে
আরে
এমনি সেই ভালোবাসা
কেউ জানে কেউ জানে নারে জানে না।।


ওরে...
আকাশেতে চন্দ্র হাসে
গাঙ্গে কেন জোয়ার আসে
সেই জোয়ারে যে ভেসেছে
সে কি প্রেমের বানে নারে বানে না।।