হাসিমুখে তুমি যেদিন করে দিলে পর
আমি অতঃপর
বেদনার বালু চরে বাঁধি খেলাঘর।
তুমি যেন ভালো থাকো এইটুকু চাই
অভিযোগ নাই
সহসা হৃদয়খানা পুড়ে হোক ছাই
গলে যাক পচে যাক এই অন্তর।।
কোনো দোষ করনি, সব আমার ভুল
হারিয়ে দু-কুল
পাথরে চেয়েছি আমি ফোটাতে যে ফুল
নিজেই হয়ে গেছি একটা পাথর।।