বন্ধু...
সারা জীবন ভর-
পরশী হইয়া- রইলা বইয়া
লইলা না খবর!
আমি কেবল তোমার আশায়
রইলাম নিরন্তর!!


একবার যদি দেখতা ঘুইরা
কি অনলে মরলাম পুইড়া
যৌবন গাঙ্গে
জাগলো দুখের চর।।


বিধি বানাইয়াছেন নারী
সাধ্য কি আর আমি পারি
বুকের কথা-
মুখ ফুটিয়া কই!
তুমি কিছুই বোঝ না যে
ব্যস্ত থাকো নিজের মাঝে
এমন জ্বালা-
কেমন করে সই?


হইতাম যদি বনের পাখি
তোমারে লইতাম ডাকি
থাকতো না এই
মনেতে ভয়-ডর।।