একরাশ
মেঘে ঢাকা ছিলো আকাশ
তুমি সোনার আলো দিলে ছড়িয়ে
ভালোবাসায় বুকে নিলে জড়িয়ে।।
এজীবন হয়ে গেলো মধুময়-
হাজার বছর আজ
বেঁচে থাকার বড়ো সাধ হয়।
তোমাকে পেয়েছি আর কিছু চাই না
মিলনের মালা দিলে পরিয়ে।।
এই ফুল- ভুল যেন না হয়
এ বাঁধনে দুটি মন
সারাটি জীবন যেন বাঁধা রয়।
হারিয়ে যেওনা কখনও সুদূরে-
ভালোবাসায় রেখো ভরিয়ে।।
---------------------------
শ্রেণি : আধুনিক গান
রচনাকাল : ২৮ জানুয়ারি, ১৯৯৮, তাইচুং, তাইওয়ান।