দুঃখ আমার চলার সাথী, কষ্ট আমার বুকের ধন-
সুখের আশায় তবু কেন
হোস উতালা পাগলমন!


গর্ভে রাইখা মরছে পিতা, জন্মের পরে মা-
পথে ঘাটে হইলাম বড়ো, যতন পাইলাম না!
লয়নি তো কেউ কোলে-কাখে-
কয়নি তো মানিক-রতন।।


কেঁদে কেঁদে গেল জনম, বাকি ক’দিন আর
জ্বালা আমার গলার মালা- কন্ঠের মণিহার!
ভালোবাসার চাই না ছোঁয়া-
চাইনা কোন আপনজন।।