দেহ আমার গঙ্গা নদী
মনটা ডিঙ্গি নাও
তুমি দয়াল মাঝি হয়ে
রঙের বৈঠা বাও!
ভাসিয়ে আমায় নাও।।


আমার বলে নাই তো কিছু
আমার আমার করি
আমার আমি ছিলাম কবে
ভেবেই সেটা মরি।
জনম থেকে মরণাবধি
কেবল তোমার ভাও।।


দৃষ্টি আমার সৃষ্টি তোমার
যতো কিছুই দেখি,
ভালো মন্দ, মন্দ ভালো
কিচ্ছু তো নয় মেকি।
আকাশ-মাটি হয় একাকার
যদি তুমি চাও।।