চিন্তামণি ধিন-তা নাচে, ফল পেকেছে পরের গাছে
কেমন করে আনবে পেড়ে জানবে না তা কেউ
(ও তোর) পিছে পরে আছেরে এক ফেউ।।
কাগজ কলম কিচ্ছুটি নেই হিসাবে সে পাকা
থরে থরে যতন করে আছে রে সব রাখা-
হিসাবে তাঁর বাদ পরে না-
সামান্য এক জলের ঢেউ।।
যেমন কর্ম তেমন ফলের নিত্তি মেপে চলে-
বসত তাহার ঘরে-বাইরে আকাশ মাটি জলে
সেতো কারো ধার ধারে না-
হলেও মহারথী কেউ।।
===================
৩১ ডিসেম্বর ২০২১, লালমনিরহাট।