বনটা পোড়লে দেখে সবাই
মনটা পোড়লে দেখে কই
পোড়া মনের কষ্ট লয়ে
আমি কতোই জ্বালা সই!
বন্ধু রে...
ভাবি নাইরে আগে আমি
এমন হইবি তুই
জানলে কি তোর ভালোবাসা
বুকের মাঝে থুই।
দিবা-নিশি এখন আমি-
ভাসি নয়ন জলে ঐ।।
বন্ধু রে...
কতো খবর আসে বন্ধু
পাই না খবর তোর
কোথায় তোরে খুঁজি আমি
কিসে পাবো জোর।
দুঃখ আমার বোঝে না কেউ
ডেকে আমি যারে কই।।
==================
০৯ এপ্রিল ২০২২, লালমনিরহাট।