বন্ধুরে তুই আমার খবর নিলি না।
কত চিঠি লিখলাম তোরে-
একটা জবাব দিলি না।।


দুইজনাতে
একই সাথে খেলছি কত খেলা
থাকতে কি আর পারতি আমায়
না দেখে এক বেলা?
ওসব ছিল ছল চাতুরী
তুই তো আমার ছিলি না।।


বিদেশ আইসা
গেছি ফাইসা ছুটিছুটা নাই
ভাল্লাগে না তোরে ছা্ড়া
কি করে কাটাই!
মনে হয় রে হাজার বছর-
তোর সাথে যে মিলি না।।


===============
শ্রেণি : আধুনিক গান
রচনাকাল : ৩০ আগষ্ট ২০২৩, লালমনিরহাট।