দেওয়া ঝড়ে টাপুর টুপুর
নদে আসিল বান
মোকে ছাড়ি কোমটে রইলেন
বন্ধু সোনার চান?


চালত্ নাচে জোড়া কইতর
বাকুম বাকুম সুর
কালা ধলার ভাব দেকিয়া
মন ভাঙ্গি হয় চুর।
মোর-
মনের কইতর কেমন নাচে
খবর তো না পান।।


একলা ঘরত্ শুতি থাকং
চোকত্ নাইরে নিন
বিদেশ থাকি বন্ধু তোমরা
আসিবেন কোনদিন?
ওরে-
মোর বাদে কি তোমার মনত্
নাইরে কোনই টান?