নালমুনির কোঁইয়া কোনার-
ঢকডিল দেকিয়া,
পাগল হয়া হালের বলদ
বেচেয়া কননু বিয়া!
এলায় বিধি হইল মোর বাম-
ঢকের মাঁইয়াটা মোর...
হাউসের মাঁইয়াটা মোর...
সুন্দরী মাঁইয়াটা মোর...
...জানেনা কোনই কাম!
ওরে...
ভাত আন্দে তায় জাই জাই
আনাজ আন্দে নবন নাই
সিঁদল ভত্তা জিবাৎ দিলে-
ঝালোতে বেড়ায় ঘাম!
ঢকের মাঁইয়াটা মোর,
জানেনা কোনই কাম!!
ওরে...
আঙিনা সামটিলে তায়,
কাচড়া-ধূলা থাকি যায়
পাড়া-পশ্যি মুখের উপরাৎ
করে রে বদনাম!
হাউসের মাঁইয়াটা মোর-
জানেনা কোনই কাম!!
_______________________
# ২৩ মার্চ ১৯৯৪, লালমনিরহাট।