ও মুই সক করিয়া কননু বিয়াও
মিয়াবাড়ির ঝি;
এলা পুত্যিদিনই আইসে সাগাই
শালা-শমুন্দি!
একে তো কাজ-কামাই নাই!
ও মুই ক্যামন করি করং যতন-
বোঝেনা সাগাই!


ওরে...
দুই দোন মাটি ধান বোয়াইচং
তাতে আচ্চে শীষ,
মাজরা পোকা লাগচে ভূঁইয়ৎ
কাঁটিচে টিস টিস!
ফুরাডান কিনার পাইসাও নাই!
ও মুই ক্যামন করি করং যতন-
বোঝেনা সাগাই!


ওরে...
গেলো হাটে কোষ্টা ব্যাচে
শোধ কননু ধার
তবু বাকি দেয় না এলায়
পাড়ার দোকানদার!
কী করং ভাবিয়া না পাই...
ও মুই ক্যামন করি করং যতন
বোঝেনা সাগাই!


____________________  
২৯ মার্চ ১৯৯৪, লালমনিরহাট।


যারা রংপুরের আঞ্চলিক ভাষা বোঝেন না বা কম বোঝেন  তাদের জন্য সহজ করে দিলাম। আইডিয়া- পুলক গাঙ্গলীর।
________________________
আমি সখ করে বিয়ে করেছি
মিয়া বাড়ির মেয়ে;
এখন প্রতিদিন আসে আত্মীয়,
মেয়ের ছোট ভাই-বড় ভাই।
এমনিতেই কাজ ও রোজগার নেই,
আমি কী করে তাদের সেবা-যত্ন করবো
বোঝেন না আত্মীয়রা।


ওরে...
দুই দোন (২৭ শতকে ১ দোন) জমিনে ধান বুনেছি। ধানের ছড়া এসেছে।
জমিনে মাজরা পোকা আক্রমণ করেছে,
ছড়া কেঁটে ফেলছে।
ফুরাডান (ফুরাডন-মাজরা পোকা মারার ঔষধ) কেনার টাকা নেই!
আমি কী করে তাদের সেবা-যত্ন করবো
বোঝেন না আত্মীয়রা।


ওরে...
গত হাটে পাট বিক্রি করে-
বকেয়া পাওনা পরিশোধ করেছি
তবু এখন বাকি দিচ্ছেন না
পাড়ার দোকানদার।
কী করবো ভেবে পাচ্ছি না!
আমি কী করে তাদের সেবা-যত্ন করবো
বোঝেন না আত্মীয়রা।