ভালোবেসে এক জনমে-
সাধ মিটেনি তোরে;
মরার পরে দু’জন মিলে
থাকতে চাই এক গোড়ে!
বল রাজি আছিস কি না?
ক্যামনে একা থাকবো আমি-
বল না রে তুই বিনা?


জনম জনম সংগী আমার
তুই তো ছিলি ভবে
কেমন করে থাকবি- যখন
মরণ আমার হবে?
তারচে বরং একই সাথে
ওপার গেলাম দু’জনাতে
ভালোবাসা হোক ইতিহাস
এই পৃথিবীর ’পরে।।


আমি ছাড়া পূর্ণ তা তুই
কোথায় খুঁজে পাবি?
শূন্য শূন্য লাগবে সবই
যেইখানে তুই যাবি!
বুক মিলিয়ে বুকের পরে
রইবো দুজন মাটির ঘরে
এক বিছানায় দু’জন রবো
ভাবনা কিসে ওরে।।


রচনাকাল : ১১ মে ২০২২, লালমনিরহাট