‘আসি’ বলে গেলে চলে এলে না তো ফিরে
জানি সবই ভুলে গেছো-  তুমি ধীরে ধীরে।
আশার দুয়ার খুলে আমি বসে থাকি
তোমার স্মৃতি ও গানে হয়ে মাখামাখি!!


বাইরে শ্রাবণ ঝরে একা আমি ঘরে
কত সুর কত গান আজ মনে পড়ে।
কদমের ডালে ভেজা-
বিরহীনি পাখি।।


সবকিছু ভুলে যেতে কী করে পারো?
ভুলতে চাইলে আমি মনে পড়ে আরো।
চাতকিনী হয়ে তাই-
আশা বেঁধে রাখি।।