আমি তো এক রাতের পাখি
বুকের খাঁচায় দুঃখ রাখি
সযতনে জমা
চাইবো তবু ভালো থেকো
তুমি প্রিয়তমা।।
ভালো থেকো ভালোবাসায়
অন্য কারো হয়ে
আমি না হয় অতীত স্মৃতি
চলবো বয়ে বয়ে
যোগ্য তোমার হইনি বলে-
করে দিও ক্ষমা।।
আমি তো এক অচিনদেশের
জলে ভাসা ফুল
স্রোতের টানে ভেসে বেড়াই
পাই না খুঁজে কুল।
কুলহারা সেই কলঙ্কিনীর-
দুঃখ থাকুক জমা।।