আমি হলাম নাহয় পুড়ে পুড়ে ছাই
তুমি ভালো থেকো
তুমি সুখে থেকো
বিধাতার কাছে শুধু এইটুকু চাই।।


যে ফুল না ফুটিতেই গেলো ঝরে-
কী হবে বলো তারে যতনও করে
ধুলোতেই পরে থাকি অভিযোগ নাই
তুমি ভালো থেকো
তুমি সুখে থেকো
বিধাতার কাছে শুধু এইটুকু চাই।।


সব ফুল দিয়ে কি মালা কভূ হয়
কিছু ফুল ফোটে বনে নেই পরিচয়।


মনে রেখো থাকি আমি যত দূরে
এই স্মৃতিগুলো রবে হৃদয়ও জুড়ে
সযতনে তারে আমি বুকে দেবো ঠাঁই
তুমি ভালো থেকো
তুমি সুখে থেকো
বিধাতার কাছে শুধু এইটুকু চাই।।