আমি দুঃখ নিয়েই শুধু রইবো
বেদনায় ভরা গীতি
রেখেছো যেই স্মৃতি
বেঁচে থেকে তাই বুকে বইবো।।
জানি আমি ভালোবেসে করেছি যে ভুল
আজীবন দেবো সেই ভুলেরই মাসুল
ফুলে ফুলে ভরে উঠুক তোমার জীবন
কাঁটার আঘাত আমি সইবো।।
ভুল করে বলবো না তোমাকেই চাই
কলংক নিয়ে রবো অভিযোগ নাই
যত পারো অপবাদ দিও আমাকেই
নীরবেই আমি তা সইবো।।