আমি ভুলের মাঝেই ফুলের গন্ধ পাই-
সে তো বড়ো হয়নি ভবে-
ভুল যে করে নাই।।


ভুল করলেই পাবে খুঁজে
সঠিক পথের দিশা-
ভুলে ভুলেই কেটে যাবে
ভুলের অমানিশা!
শিখতে গিয়ে- ভুল করাটা
খুব স্বাভাবিক তাই।।


আঁধার ছাড়া আলোর কিগো
মূল্য আছে ভবে?
আঁধার আছে বলেই রে ভাই
আলো চিনে সবে।
তবু কেনো বলবে-“ভুলে
গেলো জীবনটাই।।”


-------------------------------------
শ্রেণি : আধুনিক গান
রচনাকাল : ১৯ মার্চ ২০১৪, লালমনিরহাট।