আমি একটা সুতো ছেঁড়া ঘুড়ি...
ইচ্ছেগুলোর মূল্য তো নেই
বাতাস যেদিক সেদিকেতে উড়ি!!


সারা জীবন দুঃখ সয়ে কাটলো আমার বেলা
বিধি আমার ভাগ্য নিয়ে করলো শুধুই খেলা।
বৃথাই গেলো শ্রম-সাধনা
ধুৎতুরি ধুৎতুরি!!


নদীর মতো বয়ে গেলাম সয়ে গেলাম সবই
ধুয়ে গেছে স্বপন যতো আশার যতো ছবি।
বুকের ভেতর রইলো জমা
দুঃখ কষ্টের নুরি।।


-------------------------------
শ্রেণি : আধুনিক গান
রচনাকাল : ১৭ জানুয়ারী ২০২০, লালমনিরহাট।