তুমি কান্ডার দয়ার ভান্ডার
আমায় করো পার...
নিদানে কান্দি গো দয়াল-
আমি গুনাগার!
ও দয়াল...
আমায় করো পার!


দিক-বিদিক চিনিনা আমি
তুমি দয়াল অন্তর যামী-
কোন পথে যাবো গো আমি
দাওনা দিশা তার!
আমি গুনাগার
ও দয়াল...
আমায় করো পার!


জানি না তো ঠায়-ঠিকানা
চোখ থাকিতে আমি কানা
ভালো মন্দ নেইতো জানা
দেখি যে আঁন্ধার!
আমি গুনাগার
ও দয়াল...
আমায় করো পার!