আমার একটা পোড়া মন
না চায় দৌলত
না চায়রে ধন
কেবল তোরে ভালবাসতে চায়
বন্ধুরে---
ফাঁকি দিয়ে আছিস রে কোথায়?


সকাল বিকাল তোরে স্মরি
জনে জনে জিজ্ঞাসা করি
কেউ পারে না খবর দিতে
থাকি বান্ধব তোর আশায়।।


নিদানের দিন কাঁটবে যবে
আমি তো না রইবো ভবে
হয়তো রবো কবর দেশে
করবি জেনে হায়রে হায়।।