আমার বাবা সবার সেরা মানুষ দুনিয়াতে-
কোন কিছুর তুলনা যে হয় না বাবার সাথে।।


চলার পথে আমি যদি একটু হোঁচট খাই
বাবা আমায় জড়িয়ে ধরে বুকেতে দেন ঠাঁই
বলেন-
“খোকা আমি আছি, তোর সকল আঘাতে।।”


বাবা আমার বাবা
তিনি আমার মক্কাশরিফ
তিনি আমার কাবা।


সকল কিছুর উর্ধে আমার বাবার অভিমত
বাবা আমার আশারআলো এগিয়ে চলা পথ
যতই-
আসুক বাধা-বিপদ ভয় করি না তাতে।


___________
শ্রেণি : আধুনিক গান
রচনা : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, লালমনিরহাট।