একটা খুকি মিষ্টি
পটল চেরা দৃষ্টি
নাচলেই সে ঝুমঝুমাঝুম
নেমে আসে বৃষ্টি!


হলুদ শাড়ি লাল পাড়
দেখতে আহা চমৎকার
গলায় দোলে মতির হার
সে কার বাড়ির ইষ্টি!!


হাতে চুড়ি, কানে দুল
ভ্রমর কালো মাথার চুল
তাতে গোঁজা গোলাপফুল
কী অপরূপ সৃষ্টি!