কামার পুড়াই লোহা তামা কুমার পুড়াই মাটি
তোর কার নে মনটা পুড়ে দেখলেনারে খাঁটি।।


আশা দিয়ে ভালোবাসার বেঁধে ছিলাম যে ঘর
সেই ঘরে'তে আগুন জ্বেলে করলে'রে আমায় পর।
কোন বা সুখের আশায় দিলে অন্তর আমার কাটি।।


জানতে বড়ো ইচ্ছে করে কেমন আছো তুমি
অন্তর ভাঙা কষ্টে আমার হৃদয় মরুভূমি।
সরল সোজা মনে আমার ছিল তোর ঘাঁটি।।


ইচ্ছে হলে দেখে যেও কেমন সুখে আছি
তোর আশা তে আজো আমি তোর কার নে বাঁচি।
তোর সাজানো স্বপ্ন গুলো আছে পরিপাটি।।