নদীর যেমন একূল ভাঙে
ও কূলে জাগে চর
সাজাইয়া রঙের মেলা
ভাঙে মায়ের ঘর।।


বাবা কান্দে মায়ে কান্দে
কান্দে ভাইয়ে বোন
বঁধু বেশে যায় রে কন্যা
কান্দে পড়শী জন
বিয়ের সানাই বাজিয়ে যায়
কনে'র সাথে বর।।


ভালো থেকো বাবা-মাগো
ভালো থেকো ভাই,
দোয়া করো আমার জন্য
শ্বশুর বাড়ি যায়।
বঁধু বেশে যায়'রে কন্যা
কান্দে মায়ের ঘর।।